Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ তনিমা হাজরা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
তনিমা হাজরা


ধরম

মুখ ঢেকে রেখেছো ঠাকুর, 
চোখও কি রেখেছো ঢেকে, 
দরজা দিয়েছো?? 

সব তরজার শুরু ও শেষে 
তোমাকেই সাক্ষী মেনে রাখি,
দারুব্রহ্ম টেনে নিয়ে যাই,
দীর্ঘ পথ, 
হে জগতের নাথ, 
বিপদে কি ছিলে সাথে, 
একাই তো হেঁটে এলাম, 
তুমিই তো সেই মূর্ত আত্মবিশ্বাস।।

তবুও তা টেনে ফেলে দিই 
 হারিয়ে দিগবিদিক, 
টেনে নিয়ে যাই 
সাজানো ধর্মরথ, 
এ আত্মহনন, এ খেলাসান, 
এ মৃচ্ছকটিক।


No comments: