Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ আবু আফজাল সালেহ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
আবু আফজাল সালেহ



গিরিপথটা মন্দ নয়, কিন্তু...

গিরিপথটা মন্দ না; সৌন্দর্য বিছানো।
সবুজ সবুজ ঢেউ শীতল ঝরনা
হেঁটে হেঁটে পরিশ্রান্ত পথক্লান্তি ভয়
মায়াবী-পথের ঘোরে দুর্বিনীত জয়।
নুড়ি-পাথরের জলে আবেশিত মন
ফেণিল ঝরনা তার উচ্ছ্বলতা-ভরা।

প্রাংশু-পথে সারথির হিসেব নেই
ডাকহরকরা যেন নির্জনপথের
সহগলাঠির ভর জলরেখা-পথে
চলেছে ঋজু-সর্পিল খাড়াই কিনারে।
ঝিরির জলে টিয়ার রোদ্রস্নানে সৃষ্ট
প্রতিধ্বনি,'সুখ নাও; কাঁটাটাও নাও'।

No comments: