তফাৎ
এই যে অক্ষর সাজাই, শব্দ
খুঁড়ে চলি অবিরাম,
এ সবের বাহানা আসলে কবিতা লেখার ;
হত্যা করি নিজেকে। এক একটা শব্দকেও
যেমন হত্যা করি মিথ্যে কবিতা লেখার অছিলায়
রক্তপাত হয় খুব।
খুঁটে খুঁটে খায় আমায় ব্যর্থ কবিতারা
কলম আসলে কিছুই নয়,
যা কিছু বাস্তব জেনেছি, সব কিছুই মাস্ক আর মুখোশের তফাৎ।
No comments:
Post a Comment