বিকাশ দাস সংখ্যা
পারমিতা ভট্টাচার্য
অশৌচলীলা
বদ্ধতার নামে জীবন কিনছি একমুঠো
চিলেকোঠার চিলতে দেওয়াল জুড়ে
পায়রা ওড়া ধুলো - সুখ...
বিন্দু বিন্দু সুখের ভৌমজল চুঁইয়ে
জোছনা স্নানে যাচ্ছে রাজপথ
অষ্ট বিভূতি জাগ্রত শালগ্রাম শিলা জুড়ে
অশৌচলীলা ...
গঙ্গা স্নানে লালবাতি, মনের স্থাপত্যের নিয়তি বেলায়
চঞ্চল মস্তিষ্কে বাসা বেঁধেছে কিছু দুরন্ত চড়াই
খড়কুটো ছাড়া আছেই বা কি গৃহস্থালী - কার্পণ্যে...
কাজল হয়ে গলে যাচ্ছে উষ্ণ মণ্ডলের ষড়যন্ত্র...
মেরুদণ্ড - হিমবাহে...
তুলসী - গঙ্গায় ধৌত মিথ্যা প্রপাত
আছড়ে পড়ছে বিসর্গ বিন্যাসে...

No comments:
Post a Comment