Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ শম্পা মনিমা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
শম্পা মনিমা


ভাবনার আঁচল জড়িয়ে

খুব মনে পড়ে তোমার কথা
তাইতো ঘুমাইনা
ভুলি যাই তোমার কথা ঘুমিয়ে পড়লে
জেগে থাকি যতটা সময় ততক্ষণ তুমি থাকো
কতো কথা জমে আছে মুগ্ধ মৌন হয়ে
বলবো, উদাস বসা চোখ নিয়ে তুমি শুনবে
শুনতে শুনতে হাসবে,
হেসে উথলে উঠবে চোখে জল
গড়িয়ে পড়বে হাতের তালুতে
মুঠো খুলে ধরে রাখবো
হারিয়ে যাওয়া দিনে
কোথাও যখন পাইনা
মুঠো খুলে দেখি তুমি আছো
দেখা হবে,
নাইবা হলো এখন দেখা
কথা বলা অথবা তোমাকে পাওয়া
হয়ে যাবে বছরের বয়স হলে
গা তাপানো রোদ্দুর নোনাজলে
কিংবা স্নান করে পাবে ছোঁয়া –
দেখা নাও হতে পারে
মেঘেরা জড়ো হবে চোখে আলগোছে
ভাববো তুমি রয়েছো
তোমারও মনে আসবে পুরানো খাতা উলটে
ভাববে আনমনে – আমি তো ছিলাম
তুমি না হয় ভাববে
এভাবেই আমি ছিলাম, তোমার কাছে।


No comments: