চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
সৌমিত্র রায়
শব্দব্রাউজ ৷৷ সুড়সুড়ি দিতে থাকবো
মেদিনীপুর ; ৭-০৫-২০২০ ; রাত্রি ৯টা ২৭ || এখন বসেছি লিখতে, লিখি, তবে খোলা জানালা আমার সাথেই খুনসুটিতে মেতেছে~
শব্দসূত্র: বাকি রয়ে গেছে
বাকি সময়টুকু রাতের শরীরে বয়ে চলা বাতাসের মতো সুড়সুড়ি দিতে থাকবো ; কিন্তু এ শরীর রাতের ; এ কী হেসে উঠবে ? কে জানে ! শুধুমাত্র একটা সাহস রাতের গভীরে প্রবেশ করতে পারে, কিন্তু তুমি ? তুমি তো ভীতু কবি !
রয়ে সয়ে সাহস দেখাও কবি ; রাত মানে অন্ধকার জড়ো হতে হতে রাত হয় ; সংঘবদ্ধ ; সুনীল সরণি থেকে অংশুমান ; সুবিধাবাদের জনপ্রিয়তায় মোহে অন্ধ সময় ; তোমাকে সাহস যোগাচ্ছে সুড়সুড়ি দেওয়ার ; স্রোতে মিশে যাও কবি ; জানালার সাথে খুনসুঁটি শুধু ? কবিতা ছাপিয়ে দেওয়ার লোভ দেখিয়ে কখনো কোনো মেয়ের সাথে শুতে শিখিয়েছো নবীন বন্ধুদের ?
গেছে একটা দিন ৷ সেদিন বাংলায় একটা সুবিধাবাদের প্রবর্তন হলো ; তুমুল জনপ্রিয় কবিতা কনসেপ্টের ; শুধুই 'বাউণ্ডুলে' নয় ; একটা জাতির সাথে ঢ্যামনামো শুধু ; 'ঢ্যামনামো' 'ঢ্যামনামো ' ঢ্যামনামো' ! আজ সেপ্টেম্বর ৭ !
|| শান্তি ||

No comments:
Post a Comment