বিকাশ দাস সংখ্যা
পায়েল সেন
ফেরারি
একে একে হারিয়ে গেছে সবই,
কাঁচামিঠে শৈশবের দস্যিপনা,
কৈশোরের সমুদ্রের উচ্ছল জোয়ার,
জীবনের চাকচিক্যময় স্মৃতি;
পদ্মপাতায় জলের ফোঁটার মতো।
যাদের যাবার তারা যাবেই,
পারলে তুমি থেকে যেও...
ফুড়ুৎ করে ফেরারি হয়েছে;
প্রথম যৌবনের প্রেম,
দুহাতের তালুতে বয়ে যাওয়া,
সময়ের সুড়ঙ্গে হাঁটা স্মৃতির ঢেউ।
কল্পিত আবেগের ছোঁয়া উষ্ণ লোমকূপে
একাকিত্বের দিনযাপনে স্পর্শানুভূতি।
প্রতীক্ষার স্বপ্নের ঘোর অবিচল,
যারা যাবার তারা যাবেই,
পারলে তুমি থেকে যেও...

No comments:
Post a Comment