Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ আমিনুল ইসলাম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
আমিনুল ইসলাম



পথ

ওদিকটা বদ্ধ

    জানালা নেই
চোখ পারাপারে
নিষেধাজ্ঞা

১টা দীর্ঘ আড়াল
জমেছে মনে...
বরফের শুভ্রতা দিয়ে
ছড়িয়েছে শীতল স্নায়ুযুদ্ধ

নিজের সাথে নিজের
অন্যের সাথে পরের
এবং
দিকনির্ণয় যন্ত্রের মতোই
তাদের আচরণ!

ওইদিকেই দেয়াল...
শক্ত কঠিন
কংক্রিটের
যেখানে পৌঁছে গেলে
পিঠ ঠেকে যায়!

অভিমুখ বদলে যায় নদীর...



No comments: