Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ সোনালী মন্ডল আইচ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সোনালী মন্ডল আইচ


জন্মান্তর 

নিজের ঔরস বা গর্ভ ছাড়াও প্রাণের উন্মেষ সম্ভব
যদিও কে জন্মদাতা সে প্রশ্ন তো থাকবেই
কখনও কখনও সত্যের চেয়ে স্বপ্ন বেশি জোরালো, 

পুরোনো ছোপ লাগা বনের নীচে চাঁদ 
মাঠে ঘাটে লেগে আছে সাদা ঘন কুয়াশা 
দূরের আকাশ লাল আভায় উদ্ভাসিত হয়ে উঠছে 

আরও দূরে দৃষ্টি যায়, কর্ষণ ও বীজ বপন শুরু 
ঝুরঝুরে মাটি ট্রাক্টর এর তলায় টালমাটাল, 

একজন মানুষ, কোমরে বীজের থলে, ডান হাতটা
উদার দরাজ ভঙ্গিতে অনেকখানি বাড়িয়ে মাপমতো 
অৰ্ধচন্দ্রাকারে বীজ ছড়াচ্ছেন, তিনিই স্রষ্টা।

জানি এই জন্মমুহূর্তে স্রষ্টাও নবজাতক 
আপন মনে 
আমি বাগদত্তা কেবলমাত্র মৃত্যুর কাছে 
আর তার আগমনের অবকাশে--
এই নশ্বর সৃষ্টির কাছেই এখন আমার 
কিছুটা নিশ্চিত সমর্পন চলছে ...


No comments: