Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ মৌমিতা মিত্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
মৌমিতা মিত্র
 
   

স্বপ্নের সেই ইয়ু গাছ

আমার জন‍্যে একটা গান গাও
গ্রীষ্মের নিশ্চুপ দুপুরগুলোয় আমরা
তোমার গান নিয়ে অনেকটা পথ হেঁটে আসি।
আমাদের স্বপ্নের মিলিত আকাশে
একটা ইয়ু গাছ শিকড় ছড়াক;
ডালপালা আর সবুজের মোড়কে
সাদা কালো সব ফুল প্রহরীর জায়গা ছেড়ে
আলো দেবে সেই মুগ্ধ দৈত‍্যকে 
যার গতিপথে বন্দী নদী পথ ভুল করে।
ইয়ু গাছের পরিচর্যায় 
আমরা একে একে রূপান্তরিত হব জীবাশ্মে;
হাতের চেটো আর চোখের পাতার ঝাপসা সন্ধ‍্যায়
সবকটি চারাগাছ জানিয়ে দেবে
নদীর গতিপথের নিভৃতে কোথাও
গড়ে উঠবে তাদের জীবনবিন‍্যাস।



No comments: