Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ চিরঞ্জিৎ বৈরাগী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
চিরঞ্জিৎ বৈরাগী


পটচিত্রে স্যাড ইমোজি

ইঞ্জিনের পারদ থেকে লাশের কান্না
গলনাঙ্কে শীতল বাষ্প
সেতারের লিরিক্যাল ব্যালাডে
তেজহীন ঘটোৎকচ

রাত জাগা পাখিরা
নপুংসকী পদ্মের নাভি ছিঁড়ছে
মায়াময়ী ব্যোম, কাশহীন শরৎ
অস্ট্রেলিয়া বেদুইন, শূন্য প্যাগোডা

অ্যাকটিভিটিস অফ মহাকাশ

কলকাতা থেকে বঁনগা লোকাল
অনলি ২×১

জাপানি সিরিঞ্জগুলি স্যাড ইমোজি,
অ্যাফেকশনেট বাই রোস্টিং জ্যাক

মহামায়া আর বালিয়াড়ি
অবনী পটচিত্রে বিশ্বভারতী!


No comments: