চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
রঞ্জন মৈত্র
চলো খুলি
রঙ ধাপে ধাপে জলে নামছে
বর্গিয় জ-তে কার নৌকোটি বাঁধা
চলো অরিন্দম খুঁজি
গোটানো মাদুর ক্যালেণ্ডার পথ
খুলতে খুলনা ছিল
দেশ ছিল মাই কা তোলি
রোডে রোডে ছাওয়া নগরের গিঁট থেকে
চলো দেশ খুলি
এত লিনিয়ার চলা
জুতো থেকে মাত্র ক্লিক ক্লিক
স্বরাণু ব্ল্যাকহোল এবং হোল স্কোয়্যার
শূণ্যে ভাসছে ক্লাস
ফ্রী ফল করবে কোন আঁকাঁবাকা স্বরলিপি
তিন সপ্তকেই আছে বর্গিয় জ লুকিয়ে
শুধু রঙ আর নৌকোর জন্য এতটা আসিনি অরিন্দম

No comments:
Post a Comment