Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ মৈত্রেয়ী পাল ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
মৈত্রেয়ী পাল 


বিষাদ পেরিয়ে এসো
বিষাদের রঙ সূত্র ভোলাচ্ছে 
নিমেষেই অন্ধকার হয়ে এলো  ..
আপনি দেখতে পেতেন সব 
কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কিছুই|

যাযাবর সন্ধ্যামেঘের দল চৌকাঠে জল ছিটিয়ে
অন্যদেশের দিকনির্ণয়ে ব্যর্থ হচ্ছে বলে 
পাহাড় ডিঙিয়ে উঠোনে এসে মিশছে একাধিক কান্নাপথ|
কাগজে মোড়া অন্ধকারের গুঁড়ো 
কপাল বেয়ে নীচে নেমে এসে 
দৃষ্টির ভেতর ভরে দিচ্ছে একসমুদ্র ঘামজল|

তবুও ...
চোখ ধুয়ে আমাদের রাস্তা পেরোতে হয় 
কেনো না বিষাদের পরে আস্বাদ ফিরবেই অনন্ত প্রবাহে |

No comments: