Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ নিলয় নন্দী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
নিলয় নন্দী


সারমেয় কথা

লেজ নাড়ানোই ভবিতব্য ছিল।

মাথায় রক্ত উঠে যাওয়ার আগে সংকুচিত শ্বাদন্ত
ধারালো নখর আর অবিরাম ঘেউঘেউ...

এখন ইলাস্টিক হাড়, এখন পেডিগ্রি, নুয়ে থাকা
মেখে নেওয়া অনিবার্য ধুলো বা মাংসের ঘ্রাণ
ছায়া, সে যত অসৎ হোক, চিৎকার নয়
ঢুলন্ত দুপুরে হাই তোলে টেবিল ফ্যান
মাছি ওড়ে, ক্ষত খুঁজে নেয়।

শিকার সরে যায়। সরে যায় প্রবণতা অসুখ।
প্রকাশ্যে প্রভুভক্ত। আড়ালে নিরাসক্ত মুখ।


No comments: