|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
শ্যামাশ্রী মুখার্জী
অলৌকিক ডাকঘর
আমাদের ফেলে আসা অতীত
আবছা হতে হতে
আরো মায়াজাল বিস্তার করে
নস্টালজিক শহরের ভেতর
হলুদ বসন্ত, ধূসর এজলাস
সম্পর্ক বর্ণমালা
বাঁকা চাঁদ ও শুকতারার নিস্তব্ধতা ম্লান হলে
ভেসে ওঠে আহির ভৈরব ---
গোত্রহীন এক অলৌকিক ডাকঘর
1 comment:
আগামীদিনের উজ্জ্বল কবি
Post a Comment