চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
নিমাই জানা
মোম রঙের পাখি
দুটো পা গলে যাচ্ছে মোমের মত
পায়ের নিচে অনেকগুলো ধারালো ব্লেড গিরিখাতের V স্রোত
মিসরীয় নারী উড়ছে ডাইক্লোফেনাক মেঘ হয়ে
এরা সকলে ব্যথার উপশম জানে নদীর মতো
গাছের লেন্টিসেলে শুধু জমে উঠছে ভগ্নাংশ ঘাম
ক্লোরোফিল জানে পাখিরাও কখনো ঘুড়ি হয়ে যায় , ব্যথাতুর নারী শুধুই রাত্রি খুঁজে
দিনের মোহনায়
শরীরের উপসর্গ'ই মানে লাল যন্ত্রণার গভীরতা
কাটা গেঁথে আছে কোন পলাশফুলে
সব নক্ষত্রের এখন একটি বড় আর্কিটেকচার চাই
আমরা সকল উদাস পাশবালিশের দিকে ছিন্নমস্তা নামে যে পাগলি ওই রাস্তার দিকে হেঁটে চলে
তাদের নিরলস চলাচল শুরু হয় গভীর রাতে
অ্যানিমেশন রঙের ওষুধগুলো শুয়ে থাকে নিজের কালো রংয়ের বুকপকেটে
আমি একটি ভূত পরীর জন্য অপেক্ষা করি
দুটো পা গলে যাচ্ছে মোমের মত
পায়ের নিচে অনেকগুলো ধারালো ব্লেড গিরিখাতের V স্রোত
মিসরীয় নারী উড়ছে ডাইক্লোফেনাক মেঘ হয়ে
এরা সকলে ব্যথার উপশম জানে নদীর মতো
গাছের লেন্টিসেলে শুধু জমে উঠছে ভগ্নাংশ ঘাম
ক্লোরোফিল জানে পাখিরাও কখনো ঘুড়ি হয়ে যায় , ব্যথাতুর নারী শুধুই রাত্রি খুঁজে
দিনের মোহনায়
শরীরের উপসর্গ'ই মানে লাল যন্ত্রণার গভীরতা
কাটা গেঁথে আছে কোন পলাশফুলে
সব নক্ষত্রের এখন একটি বড় আর্কিটেকচার চাই
আমরা সকল উদাস পাশবালিশের দিকে ছিন্নমস্তা নামে যে পাগলি ওই রাস্তার দিকে হেঁটে চলে
তাদের নিরলস চলাচল শুরু হয় গভীর রাতে
অ্যানিমেশন রঙের ওষুধগুলো শুয়ে থাকে নিজের কালো রংয়ের বুকপকেটে
আমি একটি ভূত পরীর জন্য অপেক্ষা করি

No comments:
Post a Comment