Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ কামরুল হাসান কামু ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা  
কামরুল হাসান কামু


মাঠের কাছে

 সটিগন্ধামাঠ কি কথা বলো?কেমন করে বলো?
 -ফিরে আসতে হয়।
 সেসব কাজলবর্ণা দিনে,প্রিয়াও অমন গন্ধ মেখে ডাকতো।
 থোকা থোকা কাশফুল বুকে,কেমন করে তাকাও?কেমন করে?
 -ফিরে আসতে হয়।
 সেসব রৌদ্রে,প্রিয়াও অমন করে মেঘরঙ মাখতো,ডাকতো আমায়।
 সমুদ্র দেখাতো নীল আঁচলে,মেঘফুল পরশে বউচি খেলতাম এই মাঠে।
 মনে পড়ে?পড়ে মনে?
 ও মাঠ,আরো ডাকো,ডাকো আমায়।


No comments: