Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা≈ চিরঞ্জীব হালদার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
চিরঞ্জীব  হালদার


চিরঞ্জীব  হালদার-এর কবিতা

ধরুন তাঁতকল বা ভেসে যাওয়া খড়ের কাঠামো।
কোনটার অধিকারী আপনি নন।

তাঁতে যে সব সুতোয় গামছা  নির্মিত হচ্ছে
তার লিঙ্গ নির্দ্ধারণের কোন ভূমিকায়
আপনি অপাংক্তেয়।
আপনি যে মূল্যে খরিদ করুন।
যে কালিতে নাম লিখে রাখুন না কেন
এই উভচর পোষাক থেকে যে ঠিকানা  নির্গত হয়
তা দিয়ে এক পঞ্চায়েত কেমন পোষ মানে
দেখে যান কত্তা।
বরং একটু দরাজ হাততালিতে
মুখরিত হলে দোষ নিয়েন না।

জল জানেনা তার দেহ জুড়ে যে প্রবল কাঠামো ভাসমান তার কোন শুক্রদোষ আছে কিনা।
আপনার ঘাটের খুব কাছেই আত্মজার খসে
যাওয়া দেহচরিত্রের ভুগোলের পাতা আশ্বিনের
হাওয়ার উড়তে থাকলে সিরাজের আত্মার কাছে কি কৈফিয়ত দেবেন।
ভেবে নিন আপনি জল। অথবা প্রকৃতসুতোর ব্যর্থ যোগানদার এক তাঁতের মালকিন।
দেহ বল্লরীতে ভরা আশ্বিন কথা কয়।
 দেখুন ভেসে যাওয়া কাঠামোয় তাঁতকল
গুজে দিচ্ছে নীল বর্ণের সমস্ত ধাঁধার প্রশ্নমালা।
আপনি অভুক্ত তাঁত কলের চিৎকার দিয়ে
গড়া খড়হীন মনুষ্যজাতক মাত্র।

No comments: