বিকাশ দাস সংখ্যা
শীর্ষা
রঙ ও খিদে
কালো রঙ আমাকে গ্রাস করে একটু একটু করে। রোজ। একটি ফুটফুটে জ্যোৎস্না মেখে রাত্রির বুকে মাথা রেখে হাওয়া খেতে বেরোই। আমার ললাটের সঙ্গে মালতীলতা পাতিয়ে গুটি গুটি পায়ের একটা কালো বেড়াল সিগারেট ধরায়। ঈর্ষার সমুদ্রে ভাসতে ভাসতে জ্যোৎস্নারুটির সাদাকে আরাম করে চিবোয় সে। এরপর আমার সাদা দাঁতের দিকে তাকায়। সাদা চোখের মণির দিকে তাকায়। আমি না না করে উঠি চিৎকার আর ভয়ের সমন্বয় রেখে। কালো বেড়াল ওর হাঁ-টুকু নিয়ে তেড়ে আসে আমার দিকে। যন্ত্রণার কালো গন্ধ আমার পরাজিত শরীরে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। ওঁ শরীরকাঠ দেখে সবটুকু সাদা খাবার পর আমার পিঠে কালো লোমশ চুলের ঝরনা এলিয়ে দিয়ে আরামের বমন তুলছে বেড়ালটি। ফিরিয়ে দিচ্ছে লালামাখানো সাদাকে। পরবর্তী ক্ষুন্নিবৃত্তির জন্য।

No comments:
Post a Comment