Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ সোনালী মিত্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
সোনালী মিত্র


পৃথিবীর পাঁজর 

তোমাকে সেরে উঠতেই হবে একটু একটু করে 
তক্তোপোষটাকে সুসজ্জিত করে তুলে সেখানে বসাব এক ঐতিহাসিক  পালঙ্ক। 
আজ যেন সমস্ত রাত্রি ধরে জোছনারা গান গাইবে লক্ষ্মীপেঁচার পাখনায় ভর করে।

আমি পৃথিবীর পাঁজরে  চোখ রেখে চোখ ভেজাব 
যেভাবেই হোক তোমাকে সেরে উঠতেই হবে এই মূহুর্তে। 

জীর্ণ শীর্ণ ভগ্ন দুয়ারে আজ ভক্তরা করতাল সোহাগে পরমান্ন  র আসর বসিয়েছে। 
তুমি উঠে এস তোমার ঐ অস্থিচর্মসার হৃদয়ে। 
সোহাগভরা চাঁদ যেন নিষ্কলঙ্ক হয়ে হাসছে।



No comments: