Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ রাজা দেবরায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
রাজা দেবরায়


শুধুই অর্থনৈতিক উদ্দেশ্য !

সতীদাহ প্রথার পেছনেও মূলত অর্থনৈতিক স্বার্থ কাজ করতো । স্বামীহীনা মহিলার সম্পত্তি জীবিত অবস্থায় গ্রাস করা সম্ভব নয়, তাই এই (কু)প্রথা । তাছাড়া ভরণপোষণের দায়িত্ব কে নেবে ? সেটা মাথায় রেখেই এই (কু)প্রথার প্রচলন করা হয় ।

তাছাড়াও যখন সদ্যবিধবা স্ত্রীকে চিতায় তোলা হতো, তখন ওনার গায়ে থাকতো সমস্ত সোনা, রূপার অলংকার এবং এটাকেই নিয়ম বানিয়ে রেখেছিলো । সবাই জানে যে আগুনে পোড়ে সোনা, রূপা প্রায় নষ্ট হয় না । দাহ কাজ সম্পন্ন হওয়ার পর এগুলিও তখন প্রাপ্তি ছিলো ।

পুরোটাই অর্থনৈতিক ব্যাপার !!!

আজকাল বিভিন্ন 'ডে'ও সৃষ্টি করা হয়েছে অর্থনৈতিক উদ্দেশ্যেই । আবেগকে পুঁজি করে গিফ্ট কেনাতে একপ্রকার বাধ্য করা হয় বলা যায় ! গিফ্টই সম্পর্ক অটুট রাখার বা নতুন সম্পর্ক গড়ার মাপকাঠি বা চাবিকাঠি, এরকম ধারণা সৃষ্টি করা হয়েছে পরিকল্পনামাফিক অর্থনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ।

কর্পোরেট এইসব খুবই পরিকল্পিতভাবে করে বর্তমানে আরো দ্রুততার সাথে মুনাফা লুটে যাচ্ছে, আর প্রতিদিন অর্থনৈতিকভাবে আরো আরো বেশি স্ফীত হচ্ছে ।।


No comments: