Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ পার্থ সারথি চক্রবর্তী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
পার্থ সারথি চক্রবর্তী 



সাঁকো হয়ে রই  
     
আজো যখন কাউকে সাঁকো দিয়ে-
                    পার হয়ে যেতে দেখি
মনে পড়ে নিজের কথা, এভাবেই তো 
শুয়েছিলাম বহুদিন, লম্বা হয়ে 
আর ওপর দিয়ে পার হয়ে গেছে 
কত লোক পায়ে হেঁটে,সাইকেলে চেপে
-- কেউ আবার মোটরসাইকেল নিয়ে 

দম নেবার জন্য বা আড়মোড়া ভাঙার জন্য,
উঠতে চেয়েও উঠতে পারিনি
-- পাছে কেউ খাদে পড়ে যায় 
বয়সের ভারে যখন দুর্বল হই,
নড়বড়ে হয় হাড়গুলো, তাও শুয়ে থাকি
তোমাদের পারাপারের জন্য, শেষ পর্যন্ত 

নাহলে তো মানুষে মানুষে সম্পর্কই
           --খাদে পড়ে যাবে, তাই না!

No comments: