Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ তাপস গুপ্ত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
তাপস গুপ্ত


চায়ের দোকানে মেঘ নেই

চায়ের দোকান ঘিরে মেঘ নেই
ঝুপ ঘন কুয়াশা চার চালা ঘিরে
তখন ব্যাধি হীন ভোর আর নির্মেদ ধোঁয়া
অলস সময় ধরে পাক মারে,
সূর্য ছেঁড়া পীত লাল আকাশ
আর পোড়া কয়লায় আঁকা হয় চারকোল
অথবা অ্যাক্রিলিকে স্বর্গ অভাগীর,
পাশে বসা কিশোর কাঙালি চোখে
না জানি কেন ঘোর ধোঁয়া ধুম জ্বর,
রব তুলে পাখি সব ডানা ঝাড়ে শিস কেটে
সাত রঙ অশ্ব রথ এখুনি
ধুলো ছোঁবে গেঁয়ো মৃত্তিকায়,
দূরে দুচাকার সাইকেলে লালমাটি
মিঠে রোদ মেঠো রাস্তায় দোল খায়
ব্যাকুল কিশোরী রাঙা শঙ্কায় বিনুনি ঝাঁকায়,
ঝোপের ভাসানো ঝিঁঝিঁ ডাক থেমে যায়
বীজধানে ভারী মেঠো বউ আলপথে
আনমনে লজ্জাতুর থমকায়,
গোলাপি গাল আরো ঘন লাল হয় ভৈরবী রোদে,
এই কুয়াশায়
কোনো মেঘ নেই চায়ের দোকান ঘিরে,
ঘনঘোর ফুটন্ত আগুন
আরো টগবগে চায়ের পাতায়,
কিশোর হাতের সেই
ধুমায়িত চা ঠোঁটের চুমু চায়,
 ঘন্টি  বাজে স্পষ্ট কিশোরী দুচাকায়
সিল্যুয়েটে ম্যুরাল হল গোলাপি ওড়নায়,

সোনালী বর্শার মত ভোরের সূর্য সুখ
কিশোর চোখ জুড়ে বিঁধেছে কন্যায়।


No comments: