চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
সুশীল হাটুই
ব্ল্যাকহোলের হোলস্কোয়ার
অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কেন
রসক্ষরণ হয়, প্রোটনকণারা সে-বিষয়ে
নীরব।
তবে ইলেকট্রনের অ্যালবাম খুললেই স্পষ্ট
হয়ে ওঠে, সাইটোপ্লাজমের ৫১ টা দরজায়
৫২ টা ফেভিকলনামা।
প্লাজামার বাৎসল্য বুবিট্রাপের পিনকোড
দিয়ে রেটিনার মাৎসর্য অনুবাদ করে।
আর ইচ্ছামৃত্যুর ইয়েলো জার্নি ফুলস্টপের
হলদে কোরাসে যোগ দিয়ে একেশ্বরবাদে
বিশ্বাসী হয়ে ওঠে।
ফায়ারপ্লেসের শীৎকার নিম্বাস মেঘের
অ্যাকওর্ডিয়ান বাদনের ওপর নির্ভর করে না।
এই ভার্জিন দুপুরে ব্ল্যাকহোলের
হোলস্কোয়ারের অনার্য সম্পাদ্যগুলি এপিটাফ
মেখে ঘুমোচ্ছে।
ফিউজ বাল্বগুলি অন্ধকার অনুবাদের
আঁতরপ্রিনর না-পেয়ে মিশে যাচ্ছে জবাফুলের
সন্ন্যাসযোগে।
তারই সাইডএফেক্টে নিউরনের ক্লাসরুমে
ব্যান হয়ে যাচ্ছে বরফের রূপকথা।
অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কেন
রসক্ষরণ হয়, প্রোটনকণারা সে-বিষয়ে
নীরব।
তবে ইলেকট্রনের অ্যালবাম খুললেই স্পষ্ট
হয়ে ওঠে, সাইটোপ্লাজমের ৫১ টা দরজায়
৫২ টা ফেভিকলনামা।
প্লাজামার বাৎসল্য বুবিট্রাপের পিনকোড
দিয়ে রেটিনার মাৎসর্য অনুবাদ করে।
আর ইচ্ছামৃত্যুর ইয়েলো জার্নি ফুলস্টপের
হলদে কোরাসে যোগ দিয়ে একেশ্বরবাদে
বিশ্বাসী হয়ে ওঠে।
ফায়ারপ্লেসের শীৎকার নিম্বাস মেঘের
অ্যাকওর্ডিয়ান বাদনের ওপর নির্ভর করে না।
এই ভার্জিন দুপুরে ব্ল্যাকহোলের
হোলস্কোয়ারের অনার্য সম্পাদ্যগুলি এপিটাফ
মেখে ঘুমোচ্ছে।
ফিউজ বাল্বগুলি অন্ধকার অনুবাদের
আঁতরপ্রিনর না-পেয়ে মিশে যাচ্ছে জবাফুলের
সন্ন্যাসযোগে।
তারই সাইডএফেক্টে নিউরনের ক্লাসরুমে
ব্যান হয়ে যাচ্ছে বরফের রূপকথা।

No comments:
Post a Comment