Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ নবনীতা সরকার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
নবনীতা সরকার


অপঘাত

ভাতের মাড়ে ডুবে এলে চাঁদ
একটা প্রকোষ্ঠবিহীন 'আমি' এসে 
চুষে খায় পা। জাগতিক ধমনী জুড়ে
গিজগিজ করে ঘাতক অক্ষরজন্মের অক্ষমতা।
কাল পেড়িয়ে যতখানি প্রেম খুঁটে খেল চিল
তারই ছেঁড়া পালকে লিপিবদ্ধ খড়কুটোর সংসার,
আর ব্যবসায়ী সংগঠনের এক্কা দোক্কা।
যুগান্তর যোগ সাধনে কাষ্ঠবৎ শূন্যের গুণিতকেরা শুধু জানে-

আমরা বায়ু অন্বেষণের নামে আজীবন
আত্মশ্লাঘায় খুঁড়ে চলেছি
বিস্মৃতির পাতকুয়ো,
আসলে সব চরিত্রই ধ্রুবক এর অপঘাত।।


No comments: