চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
শ্রাবন্তী বটব্যাল
বিষ
সবটুকু উজাড় করি,
দেখে নিই প্রসারিত রোদ
সমস্ত আগল ভেঙে
বাকি থাকে কতটা বিরোধ
সাবধানে মেলেছি ডানা
রঙ মাখি নিয়ত মুখোশে
ঈর্ষাকে জড়িয়ে রাখি
বিধিবদ্ধ সতর্কতাপাশে
হিসেবি সকাল থেকে
টেনে নিই আগুনের স্বাদ
নিজস্ব যাপন জীবন
অথবা গোপন প্রতিঘাত
নিমেষ দাঁড়ালে ক্ষণকাল
দুহাত রিক্ত হয়ে আসে
বিষ- সে তো মিশে আছে
আমারই প্রলয়ভরা শ্বাসে।

No comments:
Post a Comment