চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অভিজিৎ দাসকর্মকার
কাঁঠালতলার সবুজ উঠোনে বৃষ্টির সিগন্যাল গলা ভাঙছে,
আর,
ছলনাহীন গাল থেকে গড়িয়ে পড়ছে যাবতীয় তথ্যাদিসহ বলিরেখা
লাদেন____ লাদেন___
এর মানে অববাহিকার সাথে অ্যাক্রিলিক রংয়ের জ্যোৎস্না কবির অলিন্দ ঘর দিয়ে শাস্ত্রীয় ভাবে তেজস্ক্রিয় হয়ে উঠেছে
কিমবা স্বাস্থ্যকর গন্ধে এবং মাননীয় ইমন গায়িকার সন্ধ্যে সন্ধ্যে বেণী বাঁধনে কিচিরমিচির করছে বাড়ি ফেরা পাখিরা
এসব শুনে উদাসীন মুদ্রায় হাত বগলে চেপে আকাশে তাকিয়ে বুদ্ধিজীবী হওয়াও রেশনকার্ড বিরূদ্ধ
তবুও____
সন্ন্যাসীনী রক্তকরবী
তোমার সেফটিপিন
she stoops to conquer, আর
মশারির বাইরে দাঁড়িয়ে রাতে সনেট পড়া,
ওফ্, লাদেন____ লাদেন___
তবুও লাঠি চাওয়া হয়নি, সমস্ত লাঠিটি কপালের লিখনে পোস্টার বানিয়ে দিয়েছে ঈশ্বর, শালা
এরপরও তিনি দাগের উপর ৯-কার উল্টে দিয়েছে আর বর্তমানে শুধু
রান্নাঘরের জানালা দিয়ে আলো জ্বলতে দেখা যাচ্ছে আত্মীয়তার
এখনো ঝরাপাতা ১৮টি বছর ধরে হাসছে
লাদেন____ লাদেন___

No comments:
Post a Comment