চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
সুব্রত পণ্ডিতের কলমে চারণকবি বৈদ্যনাথ:
চারণকবি বৈদ্যনাথ ফুল ও মশালের কবি।প্রতিষ্ঠান বিরোধী। প্রকৃত অর্থে বোহেমিয়ান।বিশ শতকের শুরুতে বাংলা কবিতার যে পালাবদল শুরু।হয়েছিলো সেখান থেকেই বৈদ্যনাথের যাত্রা শুরু। সম্পাদনা করেছেন— ফল্গু ও খড়্গ পত্রিকা। লিখেছেন একাধিক পুস্তিকা— দেয়ালের অক্ষর(১৯৬২),বাংলা মা (১৯৭১),বিদ্যাপতি চণ্ডীদাস।ইত্যাদি (১৯৭৬), রাজনৈতিক কবিতা (১৯৭৮), রূপশালী মেয়ে (১৯৮১), বৈদ্যনাথের পদ্য (১৯৮৯) ইত্যাদি।পঞ্চাশের দশকে নিউ আর্টিস্ট গ্রুপ নামে নাট্যদল গড়েছিলেন।লিখেছেন মঞ্চ সফল ২টি নাটক—পথ এবং রঙের গোলাম। লিখেছেন অনু-উপন্যাস —কর্ণ সোমের ডায়রি (১৯৬১)। কাব্য উপন্যাস— ঘেঁটু। রোমান্টিক উপন্যাস— রেণু নেই বসন্ত নেই। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন কেম্ব্রিজ থেকে ইন্টারন্যাশনাল ম্যান অব দ্য ইয়ার (১৯৯৭-৯৮)। এই বর্ণময় মানুষটিকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

No comments:
Post a Comment