Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ কার্তিক ঢক্ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
কার্তিক ঢক্


চিরহরিৎ ধূপ

গর্ভকেশরটি ধূপ জ্বালে
চিরহরিৎ পোশাকে নৌকোয় পাল খাটায়
শঙ্খমাধূর্যে শান্ত করে হাওয়া...

গর্ভকেশরটি এন্ড্রয়েড বোঝে না। 
রিংটোনের ব্যাতিক্র বোঝে না-
ঠোঁটের শব্দে গান গায়।

সাপটা শাড়ির মিহি আলোয় 
মদুনিতে চাঁদ ঝোলায়।
রুক্ষ সূর্যের বিগলিত জলে
আঁচলকে ছাঁকনী ক'রে জলতরঙ্গের
ধুন শোনায় --

অশান্ত বাগিচায় আগাছারাও
আজ তার কাছে পোষ্য...


No comments: