|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
শুভদীপ সেনশর্মা
অন্তর্বর্তী শূন্যতা
১.
একটি নীরব ঘর।
শূন্য। ফাঁকা।
ঘরের সমস্ত জানলায় হাজার বছরের ঝুল
ঝুলের সুক্ষতার মতো জীবন আমাদের
কোথাও কপট নেই। খিল নেই।
অনধিকার প্রবেশও লেখা নেই।
২.
একটি নীরব দরজা।
শূন্য। ফাঁকা।
একটি নীরবতা।
অদৃশ্যকে ঠেলে রোদ এসে পড়ে মেঝেতে।
৩.
একটি ঘর। একটি দরজা। একটি জীবন।
সন্ধের পর হারিয়ে যায়...
No comments:
Post a Comment