Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ ফুল ভৌমিক ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা
ফুল ভৌমিক


অণুগল্প~জব্দ

রমরমিয়ে চলছিল নাদু সাহার মিষ্টির দোকান।চারটে পাঁচটা লোক দিন রাত মিষ্টি বানাত।এত সেল!
নাদু সাহার আগে কিছুই ছিল না।টালি দেওয়া একটা মাটির দেওয়ালে বাড়িতে বাস করত। দোকান থেকে পরে অনেক কিছু হয়েছে তার।তার যোগ‍্যতার চাইতে যা অনেক বেশি।ফলে নাদু সাহার দেমাক দেখে কে!
তার দেমাক মানুষ দেখলেও ভগবান দেখবেন না।তিনি সর্বশক্তিমান।অতএব তিনি একদিন একটা পাগলকে তার দোকানে পাঠিয়ে দেন।তার গায়ে ভীষণ দুর্গন্ধ।আর মাছি ভনভন।
দেখে কাস্টমাররা তো ঘেন্নায় নাক,মুখ ধরে।ও বলে,"পাগলটাকে তাড়ো।গন্ধ!গন্ধ!"
অমনি নাদু সাহা উনুনের কাছে পড়ে থাকা একটা চেলা কাঠ হাতে তুলে নেয়।ও পাগলটার কাছে তেড়ে আসে,"এই শালা পাগল,এখানে তোর কি দরকার বল।বল কি দরকার।..."সে কি মার!
অভিশাপে পরে নাদু যখন অন্ধ ও বধির হয়ে যায় তখন দেমাক কোথায়!
কখন কিভাবে তিনি মানুষকে জব্দ করেন!

No comments: