Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ হরিৎ বন্দ্যোপাধ্যায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
হরিৎ বন্দ্যোপাধ্যায়


হাতে হাত

গাছ নিয়ে যারা ভেবেছিল তাদের অনেকেরই 
পায়ের নিচে থেকে সরে গিয়েছিল মাটি 
জানলায় হাত রেখে তারা সোজা দাঁড়িয়েছিল
আকাশ ছুঁতে যাওয়া তাদের মাথা 
শুধু গাছ দেখেছিল সারা দিনরাত

দিগন্তে নজর ছিল বলেই 
পায়ের দৃষ্টি হারিয়েছিল পথ 
পাখিদের সঙ্গে কোনো এক ভোরে ঘুম ভেঙেছিল
সবুজ জমি থেকে উঠে এসেছিল যে কন্ঠস্বর
সকালের বন্ধু বলে কাছে গিয়েছিল তারা
বুঝেছিল হাতে হাতে লেগে গেলে জোড়া
ফিরে পাবে সব্বাই মাটি। 



No comments: