Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ শৌভিক মিশ্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
শৌভিক মিশ্র



অপেক্ষা

পৃথিবীর সমস্ত ওয়ার্থলেস
সব আলো থেকে হারিয়ে গিয়ে
একটা পাঞ্জাবির ভেতর আশ্রয় নেয়।
গ্রাম্য ঢিলেঢালা একটা পাঞ্জাবির ভেতর।

এরপর,
অন্তহীন স্বপ্নগুলো
অন্তরীণ হতে হতে
একদিন আবিষ্কার করে
জেটি থেকে ছেড়ে যাওয়া লঞ্চের মতো
কোনো অন্ধকার অতলে
ভেসে আছে
সে

কিনারা ব্যাপী
আলোর মালার হাতছানি।
অনন্ত ভেসে থাকা; অগাধ আস্থায়।
আন্তরিক রশ্মির প্রতিফলনের অপেক্ষা.....     

No comments: