চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
ঘুমহীন রাত্রিগুলি ভেলায় ভাসিয়ে দিই তাই ...
জিজ্ঞাসা চিহ্নের মতো তোমার শরীর ।
আমি অনিবার্য গতিতে তাকে প্রদক্ষিণ করি ।
আহ্নিক গতির শেষে রাত নেমে এলে
কটুস্বরে ডেকে ওঠে রাতজাগা পাখি ।
জেগে থাকে রাত্রির তৃতীয় প্রহর ।
আমি প্রথম পঙ্ ক্তি লিখি
দ্বিতীয় পঙ্ ক্তি লিখি
তৃতীয় পঙ্ ক্তি লিখি
জিজ্ঞাসা চিহ্নটি তার পাশে এসে বসে।
পূর্ণচ্ছেদের পর যে ঘুমটি আসে
আমার আর তার সাথে দেখাই হল না ।
জিজ্ঞাসা চিহ্নের মতো তোমার শরীর ।
আমি অনিবার্য গতিতে তাকে প্রদক্ষিণ করি ।
আহ্নিক গতির শেষে রাত নেমে এলে
কটুস্বরে ডেকে ওঠে রাতজাগা পাখি ।
জেগে থাকে রাত্রির তৃতীয় প্রহর ।
আমি প্রথম পঙ্ ক্তি লিখি
দ্বিতীয় পঙ্ ক্তি লিখি
তৃতীয় পঙ্ ক্তি লিখি
জিজ্ঞাসা চিহ্নটি তার পাশে এসে বসে।
পূর্ণচ্ছেদের পর যে ঘুমটি আসে
আমার আর তার সাথে দেখাই হল না ।

2 comments:
রাত্রির প্রহরের সঙ্গে পূর্ণচ্ছেদ,দারুণ অনুষঙ্গ। ভালো লাগল কবিতাটি!
খুব সুন্দর কবিতা। ভালো লাগলো।
Post a Comment