Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ রাইমোহিনী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
রাইমোহিনী



৩রা মে ২০১৯/১৯শে বৈশাখ-১৪২৬

টেরাকোটার শাঁখে ফুঁ দিয়ে সেদিন ঝড়ের মধ্যে নেমে দাঁড়ালো রাইমোহিনী। জীবনকে আশ্বস্ত করবার আর কোনো উপায় নেই, তাই ঝড়ের মুখোমুখি–অন্ধের কিবা দিন কিবা রাত, তবু মাঝে মাঝে প্রতিযোগিতার গন্ধ পেলে বিস্মৃত অন্ধকার থেকে নতজানু মন খুঁড়ে বের করতে চায় শ্বাপদের জন্মভূমি।পিঠটান দেবার আগে দেওয়ালে চেপ্টে যাক জঙ্ঘার মাংসল ধিক্কার।চিৎ করা বুক হয়ে নিক মুষ্টিতন্ত্রের আঘাত; নীলিমার নীল কৃষ্ণ লুটিয়ে পড়বে দুর্বল পঙ্গুত্বের গায়ে , আরোগ্যের প্রার্থনার জন্য সাজানো অর্ঘ্যে সামর্থ্যেরা লিখে ফেলবে উপসংহার,তবুও শতছিন্ন ওড়নার শেষাংশ ছিঁড়ে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ে কলঙ্কের সব রক্তপাতকে দৃঢ়তায় ঘনপিনব্দ্ধ রূপ দেবে রাইমোহিনী।ঝড়ের বাড়তে থাকা গতিবেগের সঙ্গে অবিশ্বাসের অসহায়ত্ব জায়গা জুড়তে থাকে। আগ্নেয়গিরির বিনির্মাণতত্ত্বে যাজ্ঞসেনীরা যেখানে আজও অবিচল , সরীসৃপের পৃষ্ঠদেশে বিদ্ধ বল্কলের মত প্রতিস্পর্ধী সহিষ্ণুতায় একের পর এক নশ্বরতাকে অতিক্রম করে যায়। রাইমোহিনীর আগুনের মত খোলা চুল হাওয়ার তীব্রতায় উড়ে যায় আকাশের দিকে,ঝড় নেমে আসে ওর চোখে... শরীরে। হৃদপিণ্ডের বন্ধ দরজায় দহন শুরু হয়। কাঁচুলির গিঁট ঠেলে উঠে আসে উত্তপ্ত নাভিশ্বাস; আজ নারী আর প্রকৃতি একই সঙ্গে যেন উন্মাদ হতে চায়।

No comments: