Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ সুব্রত পণ্ডিত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সুব্রত পণ্ডিতের কলমে বিকাশ দাস:



বাংলা কবিতায় স্বতন্ত্র উচ্চারণের কবি বিকাশ দাস, প্রকৃত নাম হিমেন্দু বিকাশ দাস।লিখেছেন ইতুনদী, বিকাশ বিষ্ণুপুর, বিকাশ বৈরাগী, ছদ্মনামে। রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণে নিবেদিত প্রাণ। এই নিঃসঙ্গ কবি বড়ো বেশি আত্মমগ্ন, বড়ো বেশি বৈরাগ্য তাঁর কাব্যভাবনায়।প্রচার বিমুখ এই কবির প্রথম কবিতা সংকলন মর্মমূলে ছিল টান (সমাকৃতি,১৯৯৭) দ্বিতীয় কাব্যগ্রন্থ—দেশ রাগে বাজো (পাখিরা ২০১৯), মৃত্যুর পর শ্রদ্ধা সংকলন নির্জন প্রান্তরে একা একা (প্রদীপ কর সম্পাদিত) । কাব্য সাধনার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সমাকৃতি সম্মান ও চারণকবি বৈদ্যনাথ সাহিত্য পুরস্কার। স্মরণযোগ্য কবিতা নির্মাণে বিকাশ দাস অনন্য প্রতিভা।  কবিকে প্রণাম।

No comments: