Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ রিতা মিত্র ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
রিতা মিত্র



ধূসর রঙের প্রজাতির

ধূসর রঙের প্রজাতির ডানায় লেগে আছে মেঘেদের যন্ত্রনা, টুপটাপ বৃষ্টির কান্না, আর কিছু এলোমেলো বাতাস। 
এযাবৎ যত জল গড়িয়ে গেছে সাগরের দিকে, সবই হিসেব বহির্ভূত
মেঘেরা কানাকানি কথা বলতে পারে না , তাদের কোনো সাঁকো নেই। 
তারা বিচলিত হলে বিদ্যুৎ ঝলসে ওঠে। 
মুহুর্তে আলোকিত হয় চরাচর। এই আলো অদ্ভুত এক ভীতি সঞ্চার করে সকলের হৃদয়ে। 
একটা সাদা পায়রার সন্ধান পাওয়া গেলে শান্তি বার্তা পাঠিয়ে দিতাম মেঘের দেশে, 
আর টুপটাপ বৃষ্টির জলে কাগজের নাও  ভাসিয়ে মাঝি সাজতাম।


আত্মবিশ্বাস

 ভিজে উঠছে আত্মবিশ্বাস,
টলমল পায়ে পথে নামি
এই মুহূর্তে একটা ডাঙার খোঁজ করছি
যা অবস্থান করবে ধরাছোঁয়ার বাইরে
হরবোলা পাখিকে আমার ঠিকানা বলে যাব না। 
দু:খের  লম্বা  লেজ তিমিরে বাসা বাঁধছে আনন্দে
দংশনের বিষ জমিয়ে রেখেছে অন্তরে। 
মোক্ষম সময়ের অপেক্ষা মাত্র


No comments: