Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ দেবার্ঘ সেন ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
দেবার্ঘ সেন



চোখতত্ত্ব

বাঁদিকে শূন্য লিখে তার পাশে একটা লেস দ্যান চিহ্ন বসিয়ে
নীচে সেই শূন্য আর লেস দ্যান চিহ্নের মাঝ বরাবর নৌকা
ভাসিয়ে দিয়ে,

তুমি আমায় চোখ মারতেই পারো
কিন্তু আমি ওভাবে চোখ তত্ত্ব শিখিনি।

আমি তো ফ্যালফ্যাল করে চেয়ে থেকেই রচনা করে গেছি
পাপ আর তার প্রায়শ্চিত্তে দোলা খাওয়া
প্রেম ও মহৎ প্রেমের তাত্ত্বিক এবং কাব্যোপাখ্যানের
দুটি দিকের কথা..

যন্ত্রণার অর্ধনারীশ্বর। 


No comments: