চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
অভিজিৎ পালচৌধুরী
জোনাকি আলো
সেই ধূসর-সবুজ অভিমান,
জোনাকি আলো
অন্ধকার যখন গাঢ়তর
নিঝুম চারদিক, অন্তরীণ সময়
বিস্মরণ ভাঙে বিমূর্ত ধূসর
যে প্রবাহ নামে অতর্কিতে
ভাসায় দু-কূল সবুজ ধূসরতায়
খড় কুটোর হদিশ আনে
নিরুদ্দেশের নৌকো
নিমজ্জনের ছবি এঁকে
সে প্রবাহে নিরন্তর উচ্ছেদের নোটিশ তর্জন-গর্জন মুখরিত কীট সভ্যতা
কোথাও থিতু হওয়ার নেই
নেই কি ভালবাসার সঞ্চয়
বাধ্যতার বাতাসে গান বেজে উঠলে
বিরুদ্ধতার আকাশ মেঘ জড়ো করে
বিপরীত স্রোত
দুলে ওঠে নৌকো,
অবগাহন বিস্মৃত হয়, প্রবাহ কীট
জোনাকি আলো হয়ে জ্বলে ।।

No comments:
Post a Comment