Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ প্রকাশ ঘোষাল ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
প্রকাশ ঘোষাল



টেডি বিয়ার 

এই যে জেব্রাক্রসিং বরাবর ছুটে যাওয়া ঘুনসির তারানা এসব
বিনিপয়সার খেলা হে পেটরোগা পৃথিবী
ডিগবাজি খেতে খেতে রাস্তা এখন শুনশান অদৃশ্য ফকির গাছতলায় 
সোহাগি ঢেউ পতাকার এতো কাছাকাছি  ঝাপসা আলোয় 
পেটের ভেতর সেই আজন্ম জমে ওঠা ছেঁড়া রোমান্স, রূপকথা, শূন্যতার মস্তি
এখন উইপোকার আমি  সৃজন ক্রিয়ায় কাহিনী  লিখতে ব্যস্ত 
চৌকাঠ বরাবর 
আহা দ্যাখো ওই কঙ্কাল অভিসারে কেমন ভালোবাসা চলেছেন পার্কে 
নৌকো ভরা জার্নাল ভুরভুর জলের দোলন  
ছটফট করছে ডারউইন এদিকে আয়নার ওপারে 
মিউজিয়ামের বাক্স গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছে গ্রামের পর গ্রাম
একটু শীতের জন্য যাচ্ছেতাই খিস্তি মেরে গেল কয়েকটা 
বাটার টোস্ট ,
মাটির প্রজাতিরা 
ট্যাক্সি থেকে নেমে সোজা ছুটে যাচ্ছে ফায়ার ব্রিগেডের দিকে 

মিস্টার ব্রহ্ম, কী দিনকাল পড়লো বলুন তো 
বুকের মধ্যিখানে দাঁড়িয়ে গাছেদের ফিসফিস অথচ
মেঘের পাড়ায় কোন শব্দ নেই 
জানলা ভর্তি বৃষ্টিও সরে যাচ্ছে পাশের বাড়ির দরজায়  সারাটা জীবন শুধু বালিতেই বসে বসে ধর্মপাঠ
বর্ণালী শিকার এখন সত্যমেব জয়তে,
বাকি সব টেডি বিয়ার!


No comments: