চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
গৌরীশঙ্কর সিংহ
স্রোত
ঋজু গাছটির কাছে রোগা নদীটি এগিয়ে আনল স্রোত
সবুজ খানিকটা উপড়ে গেলে
শেকড় মাটির ঘ্রাণে আহত বাতাস উড়ে গেলো তেপান্তর
সম্ভবত নদীর বারমাস্যা হাঁটাচলা
খাতে আর উপচে উঠে ডাঙায়
গাছেদের আকাশে হাত বাড়ানোর ছলে
দীর্ঘ হয় সুপ্ত চাওয়া
জলে বাতাসে গাছে সবুজে মাখামাখি
ঝড় ফিরে ঈষাণ কোনে উন্মুখ হয়ে
একটি ঘুরপাক ফেলে গৃহস্থকোন থেকে জমানো
সব নিয়ে যেতে চায়
হাতছাড়া স্রোত উঠোনে ফেলে যায় কুটোকাটা
ঋজু গাছটি খানিক নদীর দিকে ঝুঁকে পড়ে
প্রবাহের ঝাপটা চোখে লাগলে ঘুম ভাঙে
একটি অরণ্য একদিন তার কাছে এসে দাঁড়ায়...

No comments:
Post a Comment