চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
রাখী সরদার
বিলোল অন্ধকার এক টুকরো সূর্য
কি যে ভয়াবহ অন্ধকারে ছিলাম ....
ভিতরে ভিতরে স্বচ্ছ অশরীরী নাচ,বাইরে
দমবন্ধ মুহুর্ত আমাকে পঙ্গু করে তুলেছিলো।
আমার সমূহ উচ্চারণ তখন শীতবর্ধক
হাওয়ায় বিপন্ন।দু'আঙুলের
ফাঁকে গুঁড়ো গুঁড়ো হিম।
এই আত্মঘৃণার কুয়াশায় কে তুমি?
বীতশোক খুলে দাঁড়িয়েছো নিরাভরণ !
তোমার গরম নিঃশ্বাসে কেটে
যাচ্ছে আঁধার!গলে পড়ছে যাবতীয়
অজ্ঞাত বরফ!
বাগানের শুকিয়ে যাওয়া গুল্মে ফুটে
উঠছে আলো!ফুল,পাখি আর ভোরের বাতাস
আলস্য ঝেড়ে সবুজ রিদমে...
ভিতরের কালো ছায়া মৃত দুঃখ রূপে
ফিরে গেল অনন্তের বাঁকে...,সেই মুহূর্তে
একজন কবি নারীকাষ্ঠের আগুনে হাত সেঁকে
লিখে ফেললো মানুষের পৃথিবী, লিখে
ফেললো এক বিস্তৃত আকাশ,
যার আয়তন মাপতে মাপতে হয়ে পড়লাম
এক টুকরো সূর্য...
কি যে ভয়াবহ অন্ধকারে ছিলাম ....
ভিতরে ভিতরে স্বচ্ছ অশরীরী নাচ,বাইরে
দমবন্ধ মুহুর্ত আমাকে পঙ্গু করে তুলেছিলো।
আমার সমূহ উচ্চারণ তখন শীতবর্ধক
হাওয়ায় বিপন্ন।দু'আঙুলের
ফাঁকে গুঁড়ো গুঁড়ো হিম।
এই আত্মঘৃণার কুয়াশায় কে তুমি?
বীতশোক খুলে দাঁড়িয়েছো নিরাভরণ !
তোমার গরম নিঃশ্বাসে কেটে
যাচ্ছে আঁধার!গলে পড়ছে যাবতীয়
অজ্ঞাত বরফ!
বাগানের শুকিয়ে যাওয়া গুল্মে ফুটে
উঠছে আলো!ফুল,পাখি আর ভোরের বাতাস
আলস্য ঝেড়ে সবুজ রিদমে...
ভিতরের কালো ছায়া মৃত দুঃখ রূপে
ফিরে গেল অনন্তের বাঁকে...,সেই মুহূর্তে
একজন কবি নারীকাষ্ঠের আগুনে হাত সেঁকে
লিখে ফেললো মানুষের পৃথিবী, লিখে
ফেললো এক বিস্তৃত আকাশ,
যার আয়তন মাপতে মাপতে হয়ে পড়লাম
এক টুকরো সূর্য...

No comments:
Post a Comment