বিকাশ দাস সংখ্যা
প্রিয়াঙ্কা পিহু কর্মকার
সংসার
সম্ভবনা খসড়া বারবার গড়ে তোলে,
তছনছ এর সংসার ।
ছুটোছুটি- গায়ে ঘাম ,
গোধূলির শেষ বেলায় মেতেছে ধনাত্মক সংসার ।
আমিষ-নিরামিষের গলি পথে গড়ে ,
স্মৃতি-সত্তা- ভবিষ্যৎ সংসার ।
আদি-কল্পের প্রতি শ্বাসে জ্বলে ওঠে ,
কামসূত্রে প্লুত শ্বাসরোধের সংসার ।
অস্তিত্বের মাটিতে সম্পর্কের স্পর্শে ,
সমালোচনার ঊর্ধ্বে বাস্তবের মূর্তিতেই গড়ে ওঠে .....,
বৈধ-সত্য- অবক্ষয়ী শতকের ,
গুহ্যকথার সংসার ....
সম্ভবনা খসড়া বারবার গড়ে তোলে,
ছুটোছুটি- গায়ে ঘাম ,
গোধূলির শেষ বেলায় মেতেছে ধনাত্মক সংসার ।
আমিষ-নিরামিষের গলি পথে গড়ে ,
স্মৃতি-সত্তা- ভবিষ্যৎ সংসার ।
আদি-কল্পের প্রতি শ্বাসে জ্বলে ওঠে ,
কামসূত্রে প্লুত শ্বাসরোধের সংসার ।
অস্তিত্বের মাটিতে সম্পর্কের স্পর্শে ,
সমালোচনার ঊর্ধ্বে বাস্তবের মূর্তিতেই গড়ে ওঠে .....,
বৈধ-সত্য- অবক্ষয়ী শতকের ,

No comments:
Post a Comment