Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অনুরূপা পালচৌধুরী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অনুরূপা পালচৌধুরী


তফিয়ান চুমুক খেয়ে_______


আঙুলের গর্তে যবুথবু মাস গুঁজে ময়াল ভেজানো রোদমাংস। লিভ থেকে শূন্যের শিশ্নমেঘ : ফের অপাচ্য আগুনের মুঠো মুঠো কয়েদি হলুদ সিমজার গুলে গোল্ডসিফ। নিঃশর্ত মেঝে গিলে পড়ে থাকি কিল বিল নৌকা। আলো অন্তর সময় উল্টাই ঘরহীন মন্ত্রীপর্ব। ফিসফাস ভুলে চোখ লাফানোর জলঙ্গী বিনা মাথার ঘুলঘুলি বন। রাস্তা এখন রাতখোর পাখির ডানা গলা স্নেহ

একথারা যেমন মুলতবি নদী হতে পারতো হাতকাটা ফ্রকের দিনযাপন। আয়না পোড়া জলসার আলজিভে সিয়াটল ঘুম মেখে জেগে থাকি খন্ডহীন তরবারি। ১টা আধপাকা চাঁদপনা আর লেহ্যজলের সশব্দ ক্রমশ হারিয়েছি কোয়া খোলা সূর্যঘাত



No comments: