Sunday, October 25, 2020

||বিশেষ সংখ্যা ≈ চন্দ্রদীপা সেনশর্মা ||

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
চন্দ্রদীপা সেনশর্মা
আজ আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানালাম দিদি।সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর তরফ থেকে এবং আপনার সকল পাঠকের তরফ থেকে। 
ভালোবাসা নেবেন। ভালো থাকবেন। 


১৭ আশ্বিন, দুর্গানবমী রাত

কলকাতার বুক চিরে চওড়া সেন্ট্রাল অ্যাভিনিউ
অফিসবাড়ির মাথা গায়ে মরচে ধরছে রোদ রং
ধূসর আকাশ কালো হয়ে যেতে যেতে
পুজোর আলোর রোশনাইয়ে নগর কলকাতা,
কাছের শোভাবাজার রাজবাড়ি।
দুর্গানবমীর সান্ধ্য ভূপালিসুর,
সেই সুরে হারিয়ে যাওয়া লোকজন
ভিড়ে পা চালিয়ে মণ্ডপ থেকে মণ্ডপে--

শাঁখের বেজে ওঠা অলিগলি জুড়ে, সাঁঝপ্রদীপ
মগরিবের আজান

নবমীর মধ্যরাতে বিষণ্ন হচ্ছে দশমীর বেদনা।
দরবারী কানাড়ায় জন্মতিথির স্নানগন্ধে আগমনীর কান্না
মেডিকেল কলেজের ইডেন ওয়ার্ডে।
সম্পৃক্ত মেঘে মেঘে একপশলা আশীর্বাণী,
মণ্ডপে বীরেন্দ্রকিশোর ভদ্রের পাঠে
মাতৃবন্দনা; সুপ্রীতি ঘোষ গাইছেন :
'বাজলো তোমার আলোর বেণু...'

চোখ মেলে মাকে দেখল শিশুটি...


গতি

গতির উপর অক্ষর ছেড়ে দিলাম
গতি আহ্নিক এবং অক্ষ
গতি ভৌতবিজ্ঞানের পথ বেয়ে
কখনও শব্দের কখনও আলোর

গতি ভিন্ন গতি এক
গতি মন্থর গতি চঞ্চল

গতি পায়ের টো ছুঁয়ে পি টি ঊষা
ফ্লো জো বোল্ট

গতি হৃৎপিণ্ডে স্তব্ধ হলে ব্ল্যাকহোল


দমকা বাতাস

সেদিন তোমার শ্বাসনালিতে, ঠিক ওই শুরুর মুখে
দমকা বাতাস এসে ডানা মেলেছিল
তুমি তাকে গ্রহণ করবার আগে অ্যানজিওপ্লাস্টির
বেলুনের মতো প্রাণ গিলে নিয়েছিল।
হৃদয় আর তোমার এজমালি রইল না
কোনও এক ঝোড়ো বদ‍্যি নথিপত্রে
সিলমোহর আর সিগনেচারে কিনে নিল
তোমার ঔদ্ধত্য তর্ক
টিকটিকির লেজের মতো খসতে খসতে
নির্মোহ ভজনে উদ্বাহু নৃত্যের তালে :
'শ্যাম মানে চাকর রাখো জী...'
কালপ্রতিমা আর তার ভেসে যাওয়া ছাড়া
অন্য কোনো সাক্ষী ছিল না, হ্যাঁ, ওই দমকা বাতাস


দৌড়

দৌড় শুরু করেছ, নির্ধারিত মাপে, যেমন অন্যরা।
দৌড়তে দৌড়তে বুঝতে পারছ
পা পড়ছে না ঠিকমতো, হাঁটু নড়বড়ে। 
দৌড় শেষ করতেই হবে। তুমি জানো,
প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ভিকট্রি স্ট্যান্ডে
উঠতে পারবে না। 
তোমার জন্য বাজবে না জাতীয় সংগীত।
শুধু দৌড়ে যেতে হবে ফিনিশিং লাইন টাচ করতে।
ফিনিশিং লাইন টাচ করে তুমি বোঝো ট্র্যাক 'ন ফিল্ডে
বহু আগেই ডিস্-কোয়ালিফাই হয়ে গেছে তোমার
লাইনটি...



No comments: