Friday, October 2, 2020

≈ চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা ≈ উদিতশর্মা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
উদিতশর্মা


মৃত্যু এলে
 
মানুষের মৃত্যু হলে
বিধাতা নতুন করে এঁকে দেন মুখাবয়ব। 
বেশ তো ছিলো লোকটা 
দিব্য অনিমিখ থোবড়ায়
পায়চারি করতো ফেসবুকের ওয়ালে
চেটে নিতো ইউটিউবের দেওয়াল
ইনস্টাগ্রামের অ্যাংরি ইমেজ
কত করে বলেছি
স্মাইল প্লিজ 
কিন্তু কে শোনে কার কথা
গরম ইমোজিতে ভরিয়ে তুলতো
দৈনিক কথামালা 

এখন দেখ কেমন আলোক দীপ্ত হয়ে আছে
প্রোফাইল পিকচার জুড়ে 


No comments: