চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
কুশল ভৌমিক
কুরুক্ষেত্র
কিছুই বদলায়নি
কর্ণের রথের চাকা মাটিতে ধসে গেলেও
তার দিকে নির্বিচারে আজও ছোটে অজন্তা বাণ
সূতপুত্রদের দু'পায়ে দলে আজও বাসুদেব পার্থসারথি
আজও কোনো নিষাদপুত্রকে শিষ্য বলে মেনে নেয় না দ্রোণাচার্য
আজও প্রতিজ্ঞাভঙ্গের ভয়ে পাঞ্চাল কন্যার অপমানে নির্বিকার থাকেন মহামতি ভীষ্ম
যুগে যুগে বিকীর্ণরাই সংসারে সংখ্যালঘু
দ্রৌপদীর বস্ত্রহরণ আজও তাই বিধির বিধান।
কিছুই বদলায়নি
আজও জন্মান্ধ ধৃতরাষ্ট্রই জগতের রাজা
একপায়ে খুড়িয়ে খুড়িয়ে গান্ধার রাজ নিয়ন্ত্রণ করেন আমাদের সংসার
আজও দুর্যোধন বিনাযুদ্ধে নাহি দেয় সুচাগ্র মেদিনী!
কিছুই বদলায় না
আজও কৃষ্ণের চাতুর্য আর রণকৌশল
কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ নিয়ামক
আজও প্রতিশোধের নেশায় শিখন্ডীরা পুনর্জন্মের ভিক্ষা মাগে
আজও ধর্মপুত্র প্রেস রিলিজে জানিয়ে দেন
'অশ্মথামা হত' আর হস্তিনাপুরের অসহায় জনগন
মনে মনে জপে যান 'ইতি গজ, ইতি গজ'।
কিছুই বদলায় না
আজও ভাবমূর্তির ভয়ে আমরা নিজেদের ভাঙতে শিখিনি
আজও আমাদের প্রত্যেকের হৃদয় একেকটা কুরুক্ষেত্র।

No comments:
Post a Comment