Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ বিশ্বজিৎ দাস ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
বিশ্বজিৎ দাস
 


স্বপ্ন ক্রাইমের সূত্র

১.
একজন স্বপ্নের নেপথ্যে ভেসে যায়
ক্রাইমের অমিয় জেনেছে দোলনায়

ঘুমানো বালিশে চেপে রেখেছে দো-নলা
স্বপ্নবাজ
আশ্বিনের ঘোড়া একটু আগে
হয়েছে আহত, বলো সাদা হত্যার কাহিনী আর

রিপোর্ট লিখেছে শারদীয়া, অ্যাসিস্ট্যান্ট তাঁর
কি হল? কি হল শারদের অগোচরে?
পুজার দেহের ছবি এসেছে তদন্তে
হলুদের হাতে জেনেছে বকুল মৃত হাওয়া রাত...

২.
মূলত স্বপ্নের কাছে এ হত্যার ছবি
স্বপ্ন দেখা আর খুন চেপে যাওয়া সব
ঘটনাবলীর আড়ালে রয়েছে একটাই প্রস্তাবনা

বুকলের কাছে পুজা কিংবা নরম বস্তু প্রিয়তা
এসবই ছিল অস্তিত্বে; মনোরোগ সাসপেক্ট কিনা
বুঝতে পারে না অমিয়। শারদীয়াও অদ্ভুত হয়ে

তাকিয়ে রয়েছে শুধু, মাংসের ভিতরে
এ কোন গর্জন? এ স্নায়ুর কাছে কেন
পৃথিবীর সব থিয়োরি বাতিল হল?

শুধুই জ্যোৎস্নার অনুবাদ হয় রক্তাক্ত পুঁজে...

 


No comments: