বিকাশ দাস সংখ্যা
বিপাশা ভট্টাচার্য
কবিতার কাছে ঋণ
যদি পারো, একথোকা কামিনী রেখে যেয়ো,
মাথার পাশে। উত্তরের জানলার কোণে...
বড় গুমোট হয়ে উঠেছে ঘর।
দমচাপা সন্ধ্যেয় সঙ্গ দিক
শুভ্র পবিত্রতা আর স্নিগ্ধ সুবাস।
অবসর মতো-- রেখে যেয়ো কাগজ কলম।
অক্ষরের কাছে আমার এক জীবনের ঋণ।
শুধু বর্ণমালার আশ্রয়ই বারবার-
পিছুটান হয়ে চেপে ধরেছে আঁচলপ্রান্ত।
কত প্রিয়জন, কত প্রতিশ্রুতি...
সব বিগতজনমের স্মৃতি মনে হয়।
খাদের কিনার অবধি পৌঁছে গিয়েও
তবু বারবার ফিরে ফিরে আসি।
কবিতা, তোমায় করেছি সাধন সঙ্গিনী।

No comments:
Post a Comment