Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ শ্রাবণী গুপ্ত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
শ্রাবণী গুপ্ত


এভাবে ভাবলেও

ফিরিয়ে নাও
আমার সমস্ত খেদ কষ্ট, জেনো
বিলাসী দুঃখের চেয়ে বড় কোন অভিশাপ নেই

এযাবৎ আমার চেতনায় যত বাসি ফুল ঝরে গেছে তার চেয়েও কৃষ্ণচূড়া ফুটেছে ঢের

অথচ
নিভৃতে কেবলই আমি কেঁদে গেছি

এ কি হেরে যাওয়া নয় বিলাসী দুঃখের কাছে

প্রিয় চাঁদ 
ফিরিয়ে নাও যত কান্না লুকিয়ে রেখেছি তোমার উল্টোপিঠে জমা থাক

হয়তো একদিন ওখানেই নির্মাণ করব
আমার স্বপ্নের সুখঘর|



No comments: